আ.লীগের লালিত-পালিতদের দিয়ে উপদেষ্টা পরিষদ বাড়ানো হচ্ছে: আলাল

সোমবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মন সাথী নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ.লীগের লালিত-পালিতদের দিয়ে উপদেষ্টা পরিষদ বাড়ানো হচ্ছে: আলাল
প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগের লালিত-পালিতদের দিয়ে উপদেষ্টা পরিষদ বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সোমবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মন সাথী নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতা দেখার পরে মুক্তিযোদ্ধারা যার যার কর্ম ক্ষেত্রে চলে গিয়েছে। পরবর্তীতে ক্রমাগতভাবে মুজিবুর রহমানের স্বেচ্ছাচারিতা, আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা, শেখ হাসিনার স্বেচ্ছাচারিতা এই তিনটা মিলি এত দূষিত করেছে যে স্বাধীনতার গৌরব অধ্যায় কলঙ্কিত অধ্যায়ে রূপান্তরিত হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট এর আগে কেউ বিশ্বাস করত না যে শেখ হাসিনার পতন হবে। তার কিন্তু পতন হয়েছে। এখন যারা আছেন তাদের বিরুদ্ধে সেই ভূত বা পেতাত্মা বিরাজ করছে কিনা এই প্রশ্ন তোলা দরকার হয়ে পড়েছে। বিশেষ করে গতকাল যে তিনজন নতুন উপদেষ্টা নিয়োগ দেয়া হলো এবং তাদের সাথে বরযাত্রী হিসাবে আরো তিনজন প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া হলো। এই দায়িত্ব আপনাদের কে কে দিল? আপনাদের দায়িত্ব হল জনগণের সাথে সংহতি রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্বাচন দেওয়া। আপনারা জনগণের জন্য কিছু করতে পেরেছেন? দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিতে পেরেছেন? পারেন নাই। আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করতে পেরেছেন? পারেন নাই। যার যা খুশি  আন্দোলন করে আর আপনারা হাত ঘটিয়ে বসে থাকেন। ডক্টর ইউনুস সাহেবের মত একজন মানুষকে সামনে রেখে আপনারা যা খুশি তাই করবেন, এটা মেনে নেওয়া যাচ্ছে না।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আওয়ামী লীগের লালিত-পালিতদের দিয়ে উপদেষ্টা পরিষদ বাড়ানো হচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকের স্ত্রী হচ্ছে তিশা। ফারুকী ও তিশার শেখ হাসিনার সাথে এবং আওয়ামী লীগের পাণ্ডাদের সাথে অসংখ্য ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে। শেখ বশির হচ্ছে আওয়ামী লীগের বিনা ভোটের নির্বাচিত আকিজ গ্রুপের কফিল উদ্দিনের ভাই। তাকে কেন উপদেষ্টা করা হলো, কোন যোগ্যতায়? এ প্রশ্নগুলো কি জনগণ করতে পারে না? মানুষ কিন্তু পর্যবেক্ষণ করছে। দেশের জনগণ দেখে তারপরে সমাধান করে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।