ধাক্কায় ঢাকা কলেজ শিক্ষার্থী আহত, ১৩ বাস আটক

সোমবার (১১ নভেম্বর) সকাল ১০.৩০টার দিকে কথা কাটাকাটি নিয়ে ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিক ইলাহি তামিম নামের এক শিক্ষার্থীর শরীরে হাত তুলে ঠিকানা পরিবহন বাসের সুপারভাইজার।

ধাক্কায় ঢাকা কলেজ শিক্ষার্থী আহত, ১৩ বাস আটক
প্রথম নিউজ, অনলাইন: সাভারে বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত করার প্রতিবাদে সাইন্সল্যাব থেকে সাভার পরিবহনের ১৩টি বাস নিজেদের হেফাজতে নিয়েছেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। বুধবার (০৯ অক্টোবর) রাত আনুমানিক ৯ ঘটিকায় বাস আটক করে নায়েমের গলিতে নিয়ে আসেন তারা। বাসের ধাক্কায় আহত শিক্ষার্থীর নাম আল আমিন। তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী আল আমিন বলেন, আমি সদরঘাট থেকে ঢাকা কলেজে যাবো এবং সাইন্সল্যাব নামবো। সে উদ্দেশ্যে সাভার পরিবহনে উঠতে চেয়েছি ওরা উঠতে দেয় নাই। এক পর্যায়ে অনেক জোরাজুরি করেছি । তারপরে গাড়ি টেনে চলে গেছে। গাড়ির গ্লাসে লেগে হাত কেটে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আহত শিক্ষার্থীর হাতের কব্জি এবং আঙুল কেটে গেছে। হাসপাতাল থেকে তাকে প্রাথমিক চিকিৎসায় হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১১ ঘটিকায় ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের পাঠকক্ষে  শিক্ষক, শিক্ষার্থী ও  নিউমার্কেট থানা পুলিশ ঘটনা মীমাংসা জন্য আলোচনা করেছে।