সরকার বিদায় না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে: মির্জা ফখরুল
আন্দোলনের ওয়ার্মআপ চলছে
প্রথম নিউজ, ঢাকা: বর্তমান শেখ হাসিনার সরকারকে বিদায় করতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌম্মত্ব বিপন্ন হবে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে। বর্তমান সরকার মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। তাই গণতন্ত্র উদ্ধারে দেশনেত্রীর মুক্তির জন্য ও তারেক রহমানকে ফিরিয়ে আনার দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশে এ সব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ৩০শে ডিসেম্বর ভোট না করেই এই সরকার ক্ষমতায় এসেছিল। আজকের এই দিনকে আমরা ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করি। আমাদের ভোটের অধিকার ফেরত চাই। গণমাধ্যমে লেখার অধিকার ফিরে পেতে চাই। এখন সরকারের বিপক্ষে গেলেই ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিককে জেলে দেওয়া হয়। তিনি বলেন, আজকে র্যাবকে ও পুলিশের প্রধানকে আমেরিকায় নিষেধাজ্ঞা দিয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। আজকে এর জন্য প্রধানমন্ত্রীকে লজ্জা পাওয়া দরকার। আজকে সরকার বিচার বিভাগকে ধংস্ব করে দিয়েছে। প্রশাসকে দলীয় করণ করেছে। আবার নতুন কৌশল করেছে সরকার প্রিজাংডিং অফিসারকে দিয়ে ভোট চুরি। এই সরকারকে তাড়াতাড়ি বিদায় করতে না পারলে এই দেশের মানুষ স্বাধীনতা পাবে না।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এদেশে উড়ে এসে জুড়ে বসেননি। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী। তিনবারের প্রধানমন্ত্রী, দুই বারের বিরোধীদলীয় নেত্রী। তিনি এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। অবিলম্বে যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেয়া হয় তাহলে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সে লক্ষ্যে আমাদের আন্দোলনের ওয়ার্মআপ চলছে। ফুটবল খেলার আগে যেমন খেলোয়াররা ওয়ার্মআপ করে নেয়, তেমনি আমরাও সরকার পতনের আন্দোলনের ওয়ার্মআপ করে নিচ্ছি। শিগগিরই সরকার পতনের তীব্র আন্দোলন শুরু হবে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা বিএনপি কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা ও নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি সাঈদ সোহরাব, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও মেয়র দিনাজপুর পৌরসভা সৈয়দ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি কৃষক দল কেন্দ্রীয় কমিটি জামাল উদ্দিন খান মিলন, আহব্বায়ক পঞ্চগড় জেলা বিএনপি জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপি সভাপতি ও জেলা আইনজীবি সমিতি সভাপতি আব্দুল হালিম, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, ছাত্র দলের সভাপতি কায়েস প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: