আকাশ পথে যেভাবে সময় কাটালেন অপু বিশ্বাস

 আকাশ পথে যেভাবে সময় কাটালেন অপু বিশ্বাস

প্রথম নিউজ, ডেস্ক : প্রায় দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত ১২ জুলাই রাতে ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে মার্কিন মুলুকে উড়াল দিয়েছিলেন তিনি। 

এরপর সেখানে প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটিয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় ফেরেন অভিনেত্রী। এসময় পুত্র জয়ও মায়ের সঙ্গে দেশে ফিরেছেন। 

এদিকে বিমানে ছেলে জয়কে নিয়ে কিভাবে সময় কাটান নায়িকা, তারই কিছু খণ্ডচিত্র ভক্তদের কাছে তুলে ধরেছেন অপু। 

খুব সকালেই ফ্লাইট থাকায় বিমানে উঠেই ঘুমিয়ে পড়েন জয়। এসময় মা অপু বিশ্বাস পাশে বসেই নিজের বিভিন্ন

এরপর সিট ছেড়ে উঠে খাবারের লাউঞ্জে যেতে দেখা যায় নায়িকাকে। যেখানে সাজানো ছিল বিভিন্ন আইটেমের খাবার। যদিও অপুকে সেসবের কোনো খাবারই খেতে দেখা যায়নি। নায়িকা কেবল কফিতেই সন্তুষ্ট ছিলেন। 

ফেসবুকে প্রকাশিত ওই ভিডিওর উদ্দেশ্যও বলেছেন অপু। ফ্লাইটে বাচ্চা যখন ঘুমায় তখন মা কি করে, কিভাবে সময় কাটায়, সেটাই ভিডিওতে দেখাতে চেয়েছেন তিনি।

এদিকে ঢাকায় ফেরার পরদিনই কলকাতার উদ্দেশে উড়াল দিয়েছেন এই নায়িকা। জানা গেছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে গেল ঈদে মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ সিনেমা। সেখানে উপস্থিত থাকতেই দেশ ছেড়েছেন অপু বিশ্বাস।