রণবীর-আলিয়ার বিয়েতে অতিথি মাত্র ২৮ জন

 রণবীর-আলিয়ার বিয়েতে অতিথি মাত্র ২৮ জন
মুম্বাইয়ের চেম্বুরে আরকে হাউজে আলিয়া ও রণবীরের বিয়ের আসর বসবে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আরও একটি গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রস্তুত বলিউড। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। জানা গেছে এই বিয়ের অনেক কিছুই গোপন রাখা হচ্ছে। তবে এবার আলিয়ার ভাই রাহুল ভাট আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে কিছু তথ্য ফাঁস করলেন।

প্রথম থেকেই শোনা যাচ্ছিল রণবীর ও আলিয়ার বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুরাই নিমন্ত্রিত থাকবেন। রাহুল ভাট জানালেন, বিয়েতে নিমন্ত্রিত থাকবেন মাত্র ২৮ জন। এদের মধ্যে অধিকাংশই পরিবারের সদস্য।

রাহুল জানান, মুম্বাইয়ের চেম্বুরে আরকে হাউজে আলিয়া ও রণবীরের বিয়ের আসর বসবে। একটি বড় বাসে করে তারা সবাই আরকে হাউজে পৌঁছবেন। বাসে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মহেশ ভাট ও কিরণ ভাটের ছেলে রাহুল। রাহুল সম্পর্কে পূজা ভাটের ভাই। তিনি পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক। একবার বিগবসেও অংশ নিয়েছিলেন তিনি। অন্যদিকে মহেশ ও সোনি রাজদানের মেয়ে আলিয়া ভাট। কিন্তু দুই পরিবারই আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে খুব উচ্ছ্বসিত।

প্রথমে জানা গিয়েছিল, উদয়পুরে বসবে রণবীর ও আলিয়ার বিয়ের আসর। কিন্তু পরে জানা যায়, মুম্বাইয়ের আরকে হাউজেই বসছে এই গ্র্যান্ড ওয়েডিং। দুই পরিবারের সম্মতিতেই আরকে হাউজে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হবু দম্পতি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom