মুরাদনগরে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, গ্রেফতার ২
গ্রেফতাররা হলেন একই এলাকার মরহুম ছিদ্দিকিুর রহমানের ছেলে জামির হোসেন (৪৩) ও জহিরুল হকের ছেলে রাসেল (২২)।
প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে মাসুম সরকার (৩৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার কামাল্লা গ্রামের মদিনাতুল উলুম মাদরাসা এলাকায় হত্যাকাণ্ডটি হয়। রাতেই নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন চারজনে নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করেন। নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে। গ্রেফতাররা হলেন একই এলাকার মরহুম ছিদ্দিকিুর রহমানের ছেলে জামির হোসেন (৪৩) ও জহিরুল হকের ছেলে রাসেল (২২)।
নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন জানান, ‘প্রতিবেশী জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটু মিয়া আমাদের গ্রামে ড্রেজার ব্যবসা করতেন। ওই ড্রেজার ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার বড় ভাই মাসুম সরকারের সাথে তাদের বিরোধ চলছে। তারই জের ধরে শনিবার (২৯ জুলাই) আমার বড় ভাই মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে সিদ্দিকুর রহমানের ছেলেরা। পরে এ বিষয়টি নিয়ে মুরাদনগর থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার আবারো ড্রেজারের পাইপ ভেঙে ফেলে তারা। অভিযুক্তরা কামাল্লা মাদরাসা মাঠে ফুটবল খেলা দেখতে এসেছেন জানতে পেরে মাসুম ভাই সেখানে গিয়ে তাদের কাছে পাইপ ভাঙার কারণ জানতে চান। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাসুম ভাইয়ের ওপর হামলা চালায় তারা। এক পর্যায়ে তাদের হাতে থাকা ছুরি দিয়ে মাসুম ভাইকে পেছনে দিক থেকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।