অনৈতিক কাজের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ১০
আটকদের মধ্যে পাঁচলাইশ থানা ছাত্রলীগে সহ-সভাপতি আবদুল আল আহাদও রয়েছেন। তবে বাকিদের নাম জানা যায়নি।
প্রথম নিউজ, ঢাকা : অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে এক ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে পাঁচলাইশ থানা ছাত্রলীগে সহ-সভাপতি আবদুল আল আহাদও রয়েছেন। তবে বাকিদের নাম জানা যায়নি।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে ছয় যুবক ও চার নারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আবদুল আল আহাদ নামের একজন রয়েছেন। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। আটকদের গ্রেফতার দেখিয়ে আজই আদালতে পাঠানোর কথা রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: