ট্রেনে সাড়ে তিন কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
গ্রেফতাররা হলেন- লালমনিরহাটের অদিতমারীর উত্তর গোবদা গ্রামের ছামসুল হোসেনের জাহাঙ্গীর আলম (২৫), তার স্ত্রী শাপলা বেগম (২২) ও রংপুরের পীরগাছার অন্নদানগর গ্রামের মৃত আরফান আলীর ছেলে মজিবর রহমান (৪৪)।

প্রথম নিউজ,বগুড়া: বগুড়ার সান্তাহারে রেলের বগির সিটের নিচ থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- লালমনিরহাটের অদিতমারীর উত্তর গোবদা গ্রামের ছামসুল হোসেনের জাহাঙ্গীর আলম (২৫), তার স্ত্রী শাপলা বেগম (২২) ও রংপুরের পীরগাছার অন্নদানগর গ্রামের মৃত আরফান আলীর ছেলে মজিবর রহমান (৪৪)।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনে যাত্রীবেশে কয়েকজন মাদক নিয়ে বগুড়ার উদ্দেশে আসছেন। শুক্রবার রাত ৮টায় ট্রেনটি সোনাতলা রেলস্টেশনে দাঁড়ালে ৭৫১০ নম্বর বগিতে অভিযান চালিয়ে মাদকবহনকারী জাহাঙ্গীর ও স্ত্রী শাপলার বসার আসনের (সিট) নিচে প্লাস্টিকের ব্যাগে দেড় কেজি গাঁজা এবং পাশের সিটে বসা আরেকযাত্রী মজিবরের পায়ের মাঝখানে বাজারের ব্যাগে দুই কেজি গাঁজা পাওয়া যায়। তাদের গ্রেফতার করে হয়। শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: