ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা?
প্রথম নিউজ, ডেস্ক : গত বছরের শেষের দিকটা সানাইয়ের সুরে কাটিয়ে দিয়েছিল বলিউড। ৯ ডিসেম্বর বিয়ে করেছিলেন টিনসেল টাউনের দুই মেগা তারকা– ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে করেন তারা। বিয়েতে ছিল ভীষণ রকম গোপনীয়তা। কিন্তু তাতে কী, গোটা ভারতের চোখ ভি-ক্যাটের বিয়ের দিকে।
গোপনে বিয়ে করলেও, প্রতিনিয়ত তাদের ভক্তরা নজর রাখছে ভি-ক্যাটের ওপর। এই মুহূর্তে ভক্তদের অনুমান, ক্যাটরিনা হয়তো অন্তঃসত্ত্বা। সম্প্রতি বিমানবন্দরে ক্যাটরিনার লুক এমনটাই মনে করিয়েছে।
সত্যিটা কী?
ঢিলেঢালা সালোয়ারে বিমানবন্দরে দেখা যায় ভিকি-পত্নীকে। গোলাপি সেই সালোয়ারটি খুবই লুজ ফিট। বলার অপেক্ষা রাখে না, ক্যাটরিনা আরাম পেতেই এই ধরনের পোশাক পরেছিলেন। চির ‘ফ্যাশনিস্তা’ ক্যাটরিনা কেন এমনটা চাইবেন? কেন বেছে নেবেন ঢিলেঢালা পোশাক? তাহলে কি তিনি অন্তঃসত্ত্বা? প্রশ্ন জেগেছে ভক্তদের মনে।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের ওই তিনদিন জয়পুরের প্রাসাদ ছিল ইন্দ্রপুরী। বিদেশ থেকে সরঞ্জাম, সবজি, মুম্বই থেকে স্টাইলিস্ট, আর প্রত্যন্ত গ্রাম থেকে মেহেন্দি শিল্পী… সব মিলিয়ে ছিল এক এলাহি আয়োজন।
গোলাপি লেহেঙ্গায় নিজেকে মুড়িয়ে ভিকির হাতে হাত আর সারাজীবন একসঙ্গে চলার প্রতিজ্ঞা নিয়ে বরমালা গলায় পরিয়ে দেন বলিউডকে ভালবেসে সেখানেই থেকে যাওয়া ব্রিটিশ মেয়েটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews