সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।বৃহস্পতিবার রাতে উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনাইমুড়ী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে উপজেলার ধন্যপুর গ্রামের মুন্সিবাড়িতে আগুন লেগে যায়। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পুড়ে যায় ওই বাড়ির ৭টি বসতঘর। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার ম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews