শাহরুখকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিবেকের

২০ বছর আগে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে স্মৃতিচারণা করলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়

শাহরুখকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিবেকের
শাহরুখকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিবেকের -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ২০ বছর আগে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে স্মৃতিচারণা করলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। জানালেন ‘সাথিয়া’ ছবি নিয়ে অজানা অনেক কথা। এই ছবিতে ক্যামিও করেছিলেন শাহরুখ খান। সেসময় বলিউড বাদশার অন্ধভক্ত ছিলেন বলেও জানান তিনি।

‘কোম্পানি’র পর বিবেকের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি ছিল ‘সাথিয়া’। এই ছবির সেটে বিবেকের একটি স্বপ্নপূরণ হয়েছিল, শাহরুখ খানের সঙ্গে দেখা করবার। অভিনেতা বলেন, ‘আমি ওনার অন্ধভক্ত ছিলাম। ওনার সঙ্গে দেখা হওয়ার পরই উনি আমাকে ওনার ভ্যানিটিতে আমন্ত্রণ জানান।’

স্মৃতির পাতা উল্টে বিবেক বলেন, ‘আমি ধূমপান করতাম না। যখন আমি ভ্যানিটিতে ঢুকলাম চারদিকে এত ধোঁয়া মনে হলো আমি খান্ডালার মেঘেদের মধ্যে হাঁটছি। গোটা ভ্যানিটিতে সিগারেটের ধোঁয়ায় ভরে গিয়েছে। সেই ধোঁয়ার মধ্যে দিয়েই শাহরুখের এনার্জি কিন্তু আমার নজরে এসেছিল। এরপর উনি আমাকে তার পাশে বসতে বলেন। মানুষ হিসাবে দুর্দান্ত, খুব ভালো এবং ভালোবাসায় পরিপূর্ণ একজন এইটুকু বলব।’

‘সাথিয়া’র ২০ বছর পূর্তিতে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন, একই স্কুলে ছাত্র তিনি এবং পরিচালক শাদ আলি। তবে অনেকদিন যোগায়োগ ছিল না, একদিন হঠাৎ দেখা হওয়ায় আমাকে শাদ জানিয়েছিল প্রীতি জিনতা এবং অভিষেক বচ্চনকে নিয়ে একটি ছবি বানাচ্ছে। আমি খুব উচ্ছ্বাসের সঙ্গে ওকে অভিনন্দন বার্তা দিয়েছিলাম।

কিন্তু পরবর্তীতে ‘কোম্পানি’র শুটিং শেষ হলেও ‘সাথিয়া’র শুটিং শুরু হয়নি। একদিন শুটিং শেষে বিবেককে নিজের বাড়িতে ডেকে পাঠান শাদ এবং সরাসরি তাকে ‘সাথিয়া’ ছবির প্রস্তাব দেন। শাদ নাকি বলেছিলেন, ‘তুই ছবিটা না করলে আর ছবিটা তৈরিই হবে না।’ বিবেক স্পষ্ট বলেছিলেন রামগোপাল ভার্মার অনুমতি নিতে হবে তাকে। শেষমেষ দুজনে মিলে রামগোপালকে রাজি করান এবং ‘সাথিয়া’ ছবির নায়ক হন বিবেক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom