৯৯৯-এ কল পেয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।

৯৯৯-এ কল পেয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা:  রাজধানীর হাতিরঝিলের এফডিসির গেটের বিপরীত পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার (উপ-পরিদর্শক) এসআই রহমাতুল্লাহ রনি বলেন, সকাল ৯টার দিকে ৯৯৯-এর কলে খবর পেয়ে এফডিসির পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ ঢামেক মর্গে নেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা তার নাম-পরিচয় জানতে পারিনি। ধারণা করছি, তিনি ভবঘুরে মাদকসেবী ছিলেন। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছিল, তারা এসেছেন। ময়নাতদন্ত সম্পন্ন হলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom