যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
নিহত অভির ভাই পাপ্পু বলেন, আমার ভাই পেট্রোল পাম্পের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলেন সে আর বেঁচে নেই।

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মো. আনোয়ারুল আলম অভি নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় অভিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অভির ভাই পাপ্পু বলেন, আমার ভাই পেট্রোল পাম্পের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলেন সে আর বেঁচে নেই। প্রাইভেটকারটি পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews