লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদের অপেক্ষায় পরিবার

২৩ মার্চ থেকে নিখোঁজ হন সাংবাদিক জাহিদুর রহমান।

লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদের অপেক্ষায় পরিবার
নিখোঁজ সাংবাদিক জাহিদুর রহমান

প্রথম নিউজ, সাভার: লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদুর রহমানের পরিবারে ভর করেছে অজানা আতঙ্ক। পরিবারের অভিযোগ, কেউ তাকে অপহরণ করেছে। ২৩ মার্চ থেকে নিখোঁজ হন সাংবাদিক জাহিদুর রহমান। মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে পাওয়া যাচ্ছে না।

জাহিদুর রহমান বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি সাভারের সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ক্লাবের সভাপতি।

আজ সোমবার সকালে সাভারের শিমুলতলা এলাকায় তার নিজ বাড়িতে গেলে দেখা যায়, স্ত্রী তাসলিমা রহমান স্বামীর কোনো খবর না পেয়ে ভেঙে পড়েছেন। নাওয়া খাওয়া ছেড়ে স্বামীর প্রতিক্ষায় আছেন। বারবার তার কণ্ঠে ছিল সন্তানদের মাঝে তাদের বাবাকে ফিরিয়ে দেওয়ার আকুতি। তিনি বলেন, তার (জাহিদুর রহমান) সঙ্গে শেষ কথা হয় ২৩ তারিখ। কিছু আনতে হবে কিনা তা জানতে চেয়েছিলেন। বলেছিলেন লিবিয়া থেকে তুর্কি হয়ে দেশে ফেরার কথা।

নিখোঁজের পেছনে কী কারণ থাকতে পারে এ প্রশ্নে তাসলিমা রহমান বলেন, মনে হচ্ছে কেউ তাদের অপহরণ করেছে। ছেলে ফারহান রহমান বলেন, বাবার সঙ্গে শেষ কথা হয় ২২ মার্চ। তখন হোটেলে খেতে খেতে ভিডিও কল দিয়েছিলেন। তিনি বলেছিলেন লিবিয়ার অবস্থা ভালো না। কেউই বাইরে নিরাপদ না। আমরা সাবধানে রয়েছি। এরপর আর কথা হয়নি।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৩ মার্চ সাংবাদিক জাহিদ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পারিবারিক ভিসা নিয়ে লন্ডনে যান। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ঘুরে ২১ মার্চ তিনি লিবিয়ায় পৌঁছান। পরদিন ২২ মার্চ তিনি নিজের ফেসবুকে ত্রিপোলি থেকে একটি স্ট্যাটাস দিয়ে জানান, গৃহযুদ্ধ কবলিত দেশটিতে প্রবেশ ছিল রীতিমতো চ্যালেঞ্জের।

লন্ডনে যাওয়ার আগেই বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা থেকে ভিসা সংগ্রহ করেন তিনি। লন্ডন থেকে তার একাধিক রিপোর্ট এনটিভিতে প্রচার হয়। লিবিয়ায় শুধু জাহিদুর রহমানই নয়, তার সঙ্গে নিখোঁজ রয়েছেন প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার গাড়িচালক মোহাম্মদ খালেদ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom