সাংবাদিক হলেন এমপি প্রার্থী, লড়বেন প্রতিমন্ত্রী পলকের সঙ্গে
প্রথম নিউজ, নাটোর: নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে নির্বাচনে লড়বেন আনোয়ার হোসেন আলীরাজ নামে এক সাংবাদিক। আলীরাজ দৈনিক ইনকিলাব পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি। তিনি বিকল্পধারা বাংলাদেশ দল থেকে মনোনীত প্রার্থী হয়ে ওই আসনে লড়বেন।
সাংবাদিক আলীরাজ বিকল্পধারা বাংলাদেশ দলের সিংড়া উপজেলার আহ্বায়ক এবং চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি। তিনি এর আগে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইবার নির্বাচন করেছেন। তবে এবার তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দল নির্ধারিত 'কুলা' প্রতীক নিয়ে। ইতোমধ্যে তিনি শুরুও করেছেন নির্বাচনী প্রচারণা।
সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে সাংবাদিকতা করছি। এসময় সিংড়ার আপামর জনসাধারণের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। যার কারণে অনেক সময় লাঞ্ছিত-অপমানিত হয়েছি।
তিনি বলেন, আমার আসনে সাধারণ ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে জয়ের ক্ষেত্রে আমি আশাবাদী। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা আগামীকাল (২০ ডিসেম্বর) শুরু করবো। বিভিন্ন জায়গা আমার পক্ষে নেতাকর্মীরা সাধারণ মানুষদের কাছে ভোট প্রার্থনা করছেন। এছাড়া পোস্টার-ব্যানার ছাপিয়েছি, আচরণবিধি মেনে নির্বাচনী মাইকিং চলবে। আওয়ামী লীগের মধ্যে বিভেদ ও স্বতন্ত্র প্রার্থী থাকার কারণে ভোটাররা তাকেই ভোট দেবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক (ঈগল), জাতীয় পার্টির মো. আনিসুর রহমান (লাঙল), তৃণমূল বিএনপির মো. আবুল কালাম আজাদ (সোনালী আঁশ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. মিজানুর রহমান মিজান (হাতুড়ি), বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. আলতাফ হোসেন (ফুলের মালা), বিকল্পধারা বাংলাদেশের মো. আনোয়ার হোসেন (কুলা), বাংলাদেশ কংগ্রেসের মো. আমিরুল ইসলাম (ডাব) ও স্বতন্ত্র মো. আব্দুল্লাহ আল মামুন (ট্রাক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।