রাজধানীর শ্যামপুরের কারখানার আগুন নিয়ন্ত্রণে

আজ বেলা ১১টা ২৪ মিনিটে শ্যামপুর এলাকার অটবির মোড়ের চাঁদনি টেক্সটাইল মিলসে আগুন লাগে।

রাজধানীর শ্যামপুরের কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শ্যামপুরের কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রথম নিউজ, ঢাকা: ঢাকার শ্যামপুর এলাকায় পোশাক কারখানায় লাগা আগুন পৌনে এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্র জানিয়েছে। আজ বেলা ১১টা ২৪ মিনিটে শ্যামপুর এলাকার অটবির মোড়ের চাঁদনি টেক্সটাইল মিলসে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সেখানে চলে যায়। বেলা ১২ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আজ  বলেন,   তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে হতাহতের ঘটনাও ঘটেনি।