রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট

পুলিশের দাবি, রাজধানীর বেশ কিছু রাস্তায় ওয়াসা এবং সিটি করপোরেশনের কাজ চলছে যার কারণে সম্প্রতি সময়ে রাজধানীতে যানজটের পরিমাণ বেড়ে গেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র  যানজট

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বিভিন্ন সড়কে আজ সোমবার সকাল থেকেই ব্যাপক যানজট লক্ষ্য করা গেছে। এই যানজটে পড়ে সাধারণ মানুষ বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছে। তারা বলছেন, যানজটের কারণে এক এলাকায় গেলে অন্য এলাকার কোনো কাজ করা যায় না। যার কারণে দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন সংকট তৈরি হয়।

অবশ্য ট্রাফিক পুলিশ বলছে, সোমবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় যানজট বেশি দেখা যাচ্ছে। বৃষ্টি হলে প্রায় সড়কের লেন বন্ধ হয়ে যায় এজন্য একটু বেশি যানজট দেখা যায়। পুলিশের দাবি, রাজধানীর বেশ কিছু রাস্তায় ওয়াসা এবং সিটি করপোরেশনের কাজ চলছে যার কারণে সম্প্রতি সময়ে রাজধানীতে যানজটের পরিমাণ বেড়ে গেছে।

সোমবার সকাল থেকেই রাজধনীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি যানজট দেখা গেছে, মতিঝিল, সচিবালয় রোড়, প্রেস ক্লাব, নিউমার্কেট, এলিফেন্টরোড়, বাংলামোটর, কাওরান বাজার, শাহবাগ মোড়, গুলিস্থান, কাকরাইল, মালিবাগ, বাড্ডা ও মিরপুরসহ প্রমুখ এলাকায়।

চলাচলরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, একদিকে গরম, অন্যদিকে ব্যাপক যানজট। সব মিলিয়ে নাকাল অবস্থা আমাদের। দিন যত যাচ্ছে, যানজটের পরিমাণ ততই বাড়ছে। ট্রাফিক বলছে, যানজট নিরসনে আমরা কাজ করছি কিন্তু বেশ কিছু রাস্তা খোঁড়াখুঁড়ি ও মেট্রোরেলের কাজ চলার কারণে অতিরিক্ত যানজট দেখা দিচ্ছে। কাওরানবাজারে কথা হয় মিরপুরের পথযাত্রী আলির সঙ্গে। এসময় তিনি বলেন, রাস্তায় কোনোভাবে চলাচল করা যাচ্ছে না প্রতিদিন যানজটে পড়তে হচ্ছে।

সাইন্সল্যাব মোড়ে কথা হয় সদরঘাটের যাত্রী হাবিবের সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, যানজটে পড়ে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে এই গরমে মারা যাব। বাংলামোটর মোড় পুলিশ বক্সের সামনে কথা হয় মিরপুরের পথযাত্রী মহাবুবের সঙ্গে। তিনি বলেন, ঢাকা শহরের যানজট কখনো যাবে না। কষ্ট আর ভোগান্তি নিয়েই আমাদের চলাচল করতে হবে। উত্তরার যাত্রী আমহেদ সবুজ বলেন, প্রতিদিন বাসা থেকে বের হয়ে যানজটের সঙ্গে যুদ্ধ করতে হয়। ঢাকা শহরের যানজট কখনো সমাধান হবে না। ঢাকাকে পরিত্যক্ত শহর হিসেবে ঘোষণা করা দরকার।

এদিকে মহাখালী এলাকায় কথা হয় বৈশাখী পরিবহনের বাসচালক আলীর সঙ্গে। তিনি বলেন, সারাদিনে যানজট আর যানজট। এত যানজট ভালো লাগে না। যানজটের কারণে আমাদের আয় রোজগার কম হচ্ছে। আজিপুরে মোড়ে কথা হয় স্কুটি চালক কমলার সঙ্গে। এসময় তিনি বলেন, আজ রাস্তায় ভয়াবহ যানজট। এ যানজটের বিষয়টি সামাধান হবে কবে।

জানতে চাইলে গুলশান ট্রাফিক মোড়ে ডিউটিরত সার্জেন্ট সাদ্দাম বলেন, আজ রাস্তায় একটু যানজট বেশি মনে হচ্ছে। দোয়েল চত্বর মোডে ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট খায়রুল বলেন, সকাল থেকেই একটানা যানজট নিরসনের কাজ করছি। অতিরিক্ত ডিউটি করছি কিন্তু যানজট যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, রাস্তায় প্রতিদিনের যানজট হচ্ছে আর যানজট নিরসনে আমাদের ট্রাফিক পুলিশ বিশেষভাবে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ঢাকার অনেক রাস্তায় সিটি করপোরেশন ও ওয়াসা খোঁড়াখুঁড়ি করে রেখে কাজ করছে এবং মেট্রোরেলের কাজও চলমান রয়েছে। এসব সমস্যা সমাধান না হলে হয়ত কিছুটা যানজট কমে আসবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom