ভোলায় নসিমন উল্টে শ্রমিকের মৃত্যু, আহত ৫
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
প্রথম নিউজ, ভোলা : ভোলায় নসিমন উল্টে মো. আল আমিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
নিহত আল আমিন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের শরীফ মো. রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন- মঞ্জুর আলম, আজিজ, মো. বাবুল, নুরউদ্দিন ও আব্দুল। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে।
জানা গেছে, ঢালাই মেশিনসহ একটি নসিমন নিয়ে শিবপুর থেকে দৌলতখান উপজেলার দলি খায়েরহাট যাচ্ছিলেন ১০/১২ জন শ্রমিক। বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে নসিমনটি উল্টে ছয়জন শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে আল আমিন মারা যান। এছাড়াও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, সকালে নসিমন গাড়িটি বাংলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।