ভালুকায় ভরাডোবা হাইওয়ে পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালন
পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে
প্রথম নিউজ, রফিকুল ইসলাম রফিক, ভালুকা: পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উদযাপন উপলক্ষে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার বিকেলে থানা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসুচীতে পুলিশের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সুধীজনেরা। এ সময় থানা চত্বর থেকে এক র্যালী বের হয়ে আশপাশ এলাকা প্রদক্ষিণ করে। পরে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির,হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জিয়াউল হক,স্থানীয় সমাজ সেবক আঃ আজিজ,শ্রমিক ইউনিয়ন ভালুকা শাখার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রাজকুমার,ভরাডোবা হাইওয়ে কমিউিনিটি পুলিশের সভাপতি আবু হানিফ,সাধারন সম্পাদক ছাইদুল ইসলাম ফখরুল, উপজেলা শ্রমিকলীগ নেত্রী নাজমা আক্তারসহ অন্যরা।
সমাবেশ পরিচালনা করেন সার্জেন্ট আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের কয়েক শতাধিক শ্রমিক অংশ নেয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: