টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
উপজেলার হাজরাবাড়ির কয়াপাড়া এলাকায় ট্রাক ও মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুইজন মারা যান।
প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার হাজরাবাড়ির কয়াপাড়া এলাকায় ট্রাক ও মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুইজন মারা যান।
নিহতরা হলেন মিনি ট্রাকের চালক ও টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল মিয়া (৩২) ও কাচাঁ মরিচ ব্যবসায়ী জামালপুরের সরিষাবাড়ির চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬)।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনায় কবলিত মিনি ট্রাকটি কাচাঁ মরিচ বিক্রি শেষে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় মধুপুরগামী ইটের ট্রাকের সঙ্গে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার কয়াপাড়া এলাকায় মিনি ট্রাকের সংঘর্ষ বাঁধে।
এতে মিনি ট্রাকের চালক ও তার পাশে বসা কাঁচা মরিচ ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: