ভিন্নরূপে হাজির হলেন চিত্রনায়িকা বর্ষা
সদ্য ‘কিল হিম’ নামের সেই সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : গতানুগতিক নায়িকার চরিত্র থেকে বের হয়ে এসে একেবারে ভিন্নরূপে হাজির হলেন চিত্রনায়িকা বর্ষা। সদ্য ‘কিল হিম’ নামের সেই সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ নায়িকা বলেন, একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা। এ ছবিতে আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি, যার ব্যাপ্তি পুরো সিনেমায় রয়েছে। সাধারণত এ ধরনের চরিত্রকে এন্টি হিরো বলা হয়। কেউ কেউ ভিলেনও ভাবতে পারেন। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় তাকে ভিলেন হিসেবে দেখতে পাবেন দর্শকরা। নায়িকা ইমেজের বাইরে গিয়ে কেন এমন চরিত্রে অভিনয় করলেন? উত্তরে বর্ষা বলেন, আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাই না। সব সিনেমায় নায়িকাই হতে হবে, না হলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না।