সুখবর দিলেন পূর্ণিমা
প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। বাসায় চিকিৎসা নিচ্ছেন। কেমন আছেন বর্তমানে জানতে চাইলে সুখবর দিলেন অভিনেত্রী।
আজ বুধবার তিনি জাগো নিউজকে জানালেন, সুস্থ আছেন, ভালো আছেন।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুস্থ হয়ে উঠছি। কোনো সমস্যা নেই মনে হচ্ছে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছি। তিনি বলেছেন আরও দুইদিন পর করোনা পরীক্ষা করাতে। তারপর জানতে পারবো আমি করনো নেগেটিভ হলো কি না।’
পূর্ণিমা আরও বলেন, ‘আমার জন্য সবার দোয়া করবেন। যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবার মাঝে ফিরতে পারি। সবাইকে অনুরোধ করবো করোনার জন্য স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলেন। তাহলে মোকাবিলা করা সম্ভব।’
এদিকে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: