শার্শায় জামাল হত্যা মামলায় আরও এক আসামি আটক

শার্শায় জামাল হত্যা মামলায় আরও এক আসামি আটক

প্রথম নিউজ, ( শার্শা ) যশোর: যশোরের শার্শায় জামাল হোসেন হত্যা মামলায় আমানতউল্লাহ (২৫) নামের আরও এক আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক আমানতউল্লাহ বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে। এর আগে এ মামলায় মুল হত্যাকারি জাহিদ হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার দিন আসামি জাহিদ ও ভিকটমি জামাল হোসেন কলারোয়া কাদপুর গ্রামের মাদক ব্যবসায়ী মিন্টু বাড়ীতে যায়। সেখান থেকে মিন্টুর মোটরসাইকেলে ১৫০ বোতল ফেন্সিডিল নিয়ে বারোপোতার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোগার ইছাপুর জৈনক শফির ভাটার সামনে পৌছালে পুর্বপরিকল্পনা মোতাবেক জাহিদ তার মাথায় আঘাত করে। পরে জামাল হোসেন একটি গর্তে পড়ে যায়। পরে ওই এলাকার হাফিজুল, আমানতউল্লাহ, জুম্মন,বিল্লাল ও আলাউদ্দীন সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন হাতের কাঠের চলা, রামদা,চাকু দিয়ে জামালকে হত্যা করে পালিয়ে যায়।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ রাত ১১ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের জৈনক শফির ভাটা সামনে থেকে শার্শা থানা পুলিশ জামাল হোসেন (২৫) এর লাশ উদ্ধার করে। সে কলারোয়া উপজেলা কাদপুর এলাকার আয়ুব হোসেনের ছেলে।
এ ঘটনায় পরের দিন জামালের পিতা শার্শা থানায় জাহিদসহ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।