ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমির সীমানা নিয়ে সাতপাড়া গ্রামের বাসিন্দা কাজল মিয়ার সঙ্গে তার ছোট ভাই বাদলে বিরোধ চলছিল। এ বিষয়ে শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাদল তার বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত তিনি। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদলকে মৃত ঘোষণা করে।

মনোহরদী থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’