অভিনেত্রী শবনম-মিথিলার জামিন আবেদন হাইকোর্টের কার্যতালিকায়
প্রথম নিউজ, ডেস্ক : ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় আগাম জামিন চেয়ে করা অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলার আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।
সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি যথাক্রমে ১৫৪ ও ১৫৫ নম্বর ক্রমিকে রয়েছে।
গতকাল রোববার মামলাটিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এ দুই অভিনেত্রী।
অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়।
গত ৪ ডিসেম্বর ধানমণ্ডি থানায় মামলাটি করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।
এসব তারকা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে গত শুক্রবার জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
মিথিলা ইভ্যালির সঙ্গে ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন গত ১৫ মে। ওই দিন তাহসানসহ ইভ্যালির একটি বিশেষ লাইভেও অংশ নেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: