এবার মার্কিন পণ্যে চীনের ৩৪ শতাংশ শুল্ক আরোপ

এবার মার্কিন পণ্যে চীনের ৩৪ শতাংশ শুল্ক আরোপ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন। এরই জবাবে এবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত শুল্ক আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। বুধবার ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা সমস্ত চীনা পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ করেছেন, যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও খারাপ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের স্টেট কাউন্সিল ট্যারিফ কমিশন তার প্রতিশোধমূলক শুল্ক ঘোষণা করে এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি চীনের বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। 

বুধবারের ঘোষণায় চীনের ওপর বিশেষভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর আগে গত মাসে চীনের সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কারোপ করেছিল যুক্তরাষ্ট্র। এতে চীনা পণ্যে মার্কিন শুল্ক দাঁড়াবে ৫৪ শতাংশে, যা ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় বলা ৬০ শতাংশ শুল্ক হুমকির কাছাকাছি। চীনা কাস্টমস যুক্তরাষ্ট্রের শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান সি অ্যান্ড ডি থেকে জোয়ার, পাশাপাশি তিনটি মার্কিন কোম্পানি থেকে মুরগি ও হাড়ের গুঁড়ো আমদানি অবিলম্বে স্থগিত করেছে।

এ ছাড়া বেইজিং এপ্রিল ৪ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোশিয়াম, লুটেশিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম ইত্যাদির মতো বিরল খনিজ ধাতু রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে।