ব্যাংকক বৈঠক: সংখ্যালঘু নির্যাতন, সেভেন সিস্টার্সসহ স্পর্শকাতর ইস্যুতে উদ্বেগ জানালো ভারত

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ৫ই আগস্ট পরবর্তী সরকার এবং আগামীর বাংলাদেশ নিয়ে ভারত তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করলো। ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বহুল আকাঙ্ক্ষিত বৈঠকেও সংখ্যালঘুদের নির্যাতন, সেভেন সিস্টার্স, সীমান্তসহ স্পর্শকাতর ইস্যুতে উদ্বেগ জানালো ভারত। আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি এবং হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রশ্নে আজও খোলাসা করে কিছু বলেনি নয়াদিল্লি। দায়িত্ব গ্রহণের আট মাসের মাথায় শুক্রবারই মোদির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় ড. ইউনূসের। কাঙ্ক্ষিত ছিল ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পনের প্রসঙ্গটি আসবে।
ড. ইউনূস তা উত্থাপন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোদির সফরসঙ্গী দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তবে হাসিনার প্রত্যর্পণ নিয়ে ইউনূস-মোদি বৈঠকে সুনির্দিষ্টভাবে কী আলোচনা হয়েছে তা খোলাসা করেননি। মিশ্রি স্মরণ করেন, বাংলাদেশ এ বিষয়ে আগেই আনুষ্ঠানিক পত্র দিয়েছে। তাই প্রত্যর্পণ নিয়ে এই মুহূর্তে এরচেয়ে বেশি বলা সমীচীন হবে না। দিল্লির বিদেশ মন্ত্রক অবশ্য শীর্ষ বৈঠক নিয়ে ফেসবুকে একটি সচিত্র পোস্ট করেছে। তাতে বৈঠকের সারবেত্তা তুলে ধরা হয়। বার্তাটি ছিল এমন ‘পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি ‘চরমপন্থার উত্থান চেষ্টা’ রোধের ওপর জোর দেন তিনি। আগামী দিনে বিমসটেকের চেয়ার হিসাবে বাংলাদেশ বঙ্গোপসাগরীয় ওই জোটকে এগিয়ে নিতে যেসব কর্মসূচি গ্রহণ করছে বা করবে তাতে সমর্থন-সহযোগিতা থাকবে ভারতের।’