ছোট্ট দুই সন্তানকে মিস করছেন ঘরবন্দি কারিনা
করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান

প্রথম নিউজ, ডেস্ক : করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। শোনা যাচ্ছে, বান্ধবীদের সঙ্গে পার্টি করার কারণেই নাকি করোনা আক্রান্ত হয়েছেন এ বলিউড অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এমন অভিযোগেই ট্রল করা হচ্ছে কারিনাকে। নেটিজেনদের একাংশের মতে, গত বছর ডিসেম্বর থেকেই কারিনার জীবনযাত্রা লাগামহীন। তারই নাকি ফলাফল এ ঘটনা।
এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি কারিনা। করোনা আক্রান্ত হওয়ার পর হোম আইসোলেশনে রয়েছেন তিনি। সেখান থেকে দুই সন্তানকে মিস করছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে স্টোরিতে সে কথাই জানালেন কারিনা।
কারিনা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘কোভিড আই হেট ইউ। আমার সন্তানদের খুব মিস করছি। তবে দেখা হবে জলদি!’
সূত্রের খবর, কিছুদিন আগেই মালাইকা আরোরা ও কারিশমা কাপুরের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল কারিনাকে। করিনার সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন অমৃতা আরোরাও। কারা কারা তাদের সঙ্গে গত কয়েকদিনে এ দুই অভিনেত্রীর সঙ্গে দেখা করেছেন, তা জানার চেষ্টা করছেন বৃহন্মুম্বই পৌর করপোরেশনের কর্মকর্তারা। ২০২০ সাল থেকে বলিউডের একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই করোনাকে হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন। কারিনা ও অমৃতার ক্ষেত্রেও তেমনই হবে বলে আশা ভক্তদের।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: