বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন মোমেন, পিটার হাসও থাকবেন

 বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন মোমেন, পিটার হাসও থাকবেন

প্রথম নিউজ, ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন।

সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় বিভিন্ন দেশের মিশন প্রধান, কূটনীতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের ব্রিফ করবেন।।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২২২টি আসনে নিরঙ্কুশ জয়লাভের মধ্যদিয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত-চীনসহ বিভিন্ন দেশ। তবে বাংলাদেশের এই নির্বাচন সুষ্ঠু ছিল না বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।