ডোবায় মাছ ধরতে গিয়ে পানির নিচে ৬৬ লাখ টাকা পেলেন
লালমনিরহাট শহরের জেলখানা রোডের খোর্দ সাপটানা এলাকার একটি ডোবায় মাছ ধরতে গিয়ে পানির নিচে ৬৬ লাখ টাকা পেলেন এক ব্যক্তি

প্রথম নিউজ, ঢাকা: লালমনিরহাট শহরের জেলখানা রোডের খোর্দ সাপটানা এলাকার একটি ডোবায় মাছ ধরতে গিয়ে পানির নিচে ৬৬ লাখ টাকা পেলেন এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ গিয়ে টাকাগুলো উদ্ধার করেছে। বুধবার রাত ১০টার দিকে ডোবা থেকে টাকাগুলো উদ্ধার করেন তারা।
স্থানীয়রা জানান, ডোবায় মাছ ধরার জন্য গিয়েছিলেন স্থানীয় এক ব্যক্তি। মাছ ধরার টেপরাই বসিয়ে কাদা চাপিয়ে ভর দিতে গিয়ে টাকা দেখতে পান। পরে ওই ব্যক্তি স্থানীয় অন্যদের সহায়তায় পুলিশে খবর দেন। ওই এলাকার বাসিন্দা আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি এগুলো জাল টাকা বলে দাবি করেছেন। তবে সেগুলো জাল কি না, পুলিশ সে বিষয়ে নিশ্চিত নয়।
সদর থানার ওসি শাহা আলম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৬৬ বান্ডিল এক হাজার টাকার নোট উদ্ধার করেছে। আরও টাকা পাওয়া যেতে পারে। এখনও উদ্ধার অভিযান চলছে। টাকার গায়ে লাকি কুপন, সাথি সংঘ ও ভাগ্য পরিবর্তন স্টিকার লাগানো আছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: