জনগণের কথা চিন্তা না করে সরকার দুর্নীতি, লুটপাট নিয়ে ব্যস্ত: আমিনুল হক
বাস ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো নাটক।

প্রথম নিউজ, ঢাকা: ডিজেল-কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের কর্মসূচির চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানী মিরপুর ৬নং বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
আমিনুল হক বলেন, সরকারের ব্যর্থতার দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চাল, ডাল,তেল, লবন, চিনিসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী। এই সরকার জনগণের কথা চিন্তা করে না, তারা দুর্নীতি, লুটপাট নিয়ে ব্যস্ত। অবিলম্বে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া ও বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবি জানান।
তিনি আরো বলেন, বাস ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো নাটক। সাধারণ মানুষের কথা চিন্তা না করে তারা কেরোসিন, ডিজেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি করার পাশাপাশি গণপরিবহনের ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ মানুষসহ জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠার প্রতিবাদে এবং গণদুশমন আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষজনকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এই সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য মাহাবুব আলম মন্টু, হানিফ মিয়া, পল্লবী থানা বিএনপি সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: