মস্কোয় গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ক্রেমলিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। রুশ কর্তৃপক্ষ ওই কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। তিনি রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টরেটের উপ-প্রধান।
এই বিস্ফোরণটি রাশিয়ানদের ওপর পূর্ববর্তী হামলার অনুরূপ বলে মনে হচ্ছে, যা পরে ইউক্রেন দাবি করেছিল। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে শুক্রবারের আলোচনায় প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে। শুক্রবার তদন্ত কমিটি জানিয়েছে, মস্কোর কাছে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরক ডিভাইস ঢুকিয়ে রাশিয়ার এক জ্যেষ্ঠ জেনারেলকে হত্যা করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, মস্কোর পূর্বাঞ্চলীয় বালাশিখা শহরের একটি ফ্ল্যাটের বাইরে মোসকালিকের ভক্সওয়াগন গাড়িটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পর তারা হত্যা ও বিস্ফোরক চোরাচালানের তদন্ত শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, আগুনে একটি গাড়ি পুড়ে গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার পোস্ট করা একটি দৃশ্যে দেখা গেছে, কাউকে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। তদন্তকারীরা জানিয়েছেন, ধাতব টুকরো দিয়ে ভরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের ট্রিগারের কারণে বিস্ফোরণটি ঘটেছিল। মূলত বড় ধরনের ক্ষতি করার জন্য বোমাটি ডিজাইন করা হয়েছিল।
ক্রেমলিনের ওয়েবসাইট অনুসারে, কিয়েভ এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দ্বন্দ্বের মধ্যে ২০১৫ সালে ইউক্রেন নিয়ে ‘নরম্যান্ডি ফর্ম্যাট’ আলোচনায় মোসকালিক রাশিয়ার সামরিক প্রতিনিধি ছিলেন। ২০২১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে জেনারেল লেফটেন্যান্ট করেন।