এনবিপি ব্যাংকে সাইবার হামলা, সেবা বন্ধ

এনবিপি ব্যাংকে সাইবার হামলা, সেবা বন্ধ
এনবিপি ব্যাংকে সাইবার হামলা, সেবা বন্ধ

প্রথম নিউজ, ডেস্ক : ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে (এনবিপি) সাইবার হামলা হয়েছে। ফলে ব্যাংকটির কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সোমবার নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। শনিবার এক বিবৃতিতে তারা বলেছে, ২৯ শে অক্টোবর দিনের শেষ কয়েক ঘন্টায় এবং ৩০ শে আগস্টে একেবারে শুরুর দিকের কয়েক ঘন্টায় ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের সার্ভারে সাইবার হামলা শনাক্ত করা হয়েছে। এর ফলে কিছু ক্ষেত্রে সেবা বিঘ্নিত হচ্ছে। সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এই হামলায় কোনো কাস্টমারের বা আর্থিক কোন ডাটা চুরি করতে সক্ষম হয়নি হ্যাকাররা। এ বিষয়ে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এর মধ্যে আছে আন্তর্জাতিক রিসোর্সগুলো। এ কথা জানিয়ে অনলাইন ডন আরো লিখেছে, বিবৃতিতে বলা হয়েছে- বর্তমানে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের কাস্টমারদের সেবা দেয়া বিঘ্নিত হচ্ছে। কিন্তু আমরা এ সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমাদের আস্থা আছে যে, সোমবার সকালের মধ্যে কাস্টমারদের জরুরি সেবা দিতে পারবো। এই অস্বাভাবিক পরিস্থিতিতে কাস্টমাররা আমাদের অনুধাবন করতে পারছেন বলে আমরা কৃতজ্ঞ। এর আগে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান টুইট করে জানায়, তারা অনুসন্ধানকালে এই সাইবার নিরাপত্তা বিষয়ক সমস্যা শনাক্ত করে।