ভোট বাতিলের দাবিতে উত্তাল রাশিয়া, মানতে নারাজ পুতিন

প্রথম নিউজ ডেস্ক: রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল মস্কো। শনিবার পুশকিন স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। এ সময় বর্তমান নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করেন তারা।
অনলাইনে ভোটগ্রহণ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। আর বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করে অনলাইনে ভোটগ্রহণের পক্ষে সাফাই গেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি দেশটির পার্লামেন্ট নির্বাচনে ফের জয়ী হওয়ার পর এ নিয়ে চলছে তীব্র প্রতিবাদ। পুতিনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগে চলছে বিক্ষোভ-সমাবেশ।
নির্বাচনের ফলাফল বয়কটের ঘোষণা দিয়ে শনিবার রাজধানী মস্কোয় জড়ো হন কয়েক হাজার মানুষ। এসময় নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি জানান বিক্ষোভকারীরা। অনলাইনে ভোট গ্রহণের তীব্র সমালোচনা করেন তারা।
তবে এমন অভিযোগ মানতে নারাজ পুতিন প্রশাসন। দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নের কারণেই অনলাইনের মাধ্যমে ভোট নেয়া হয়েছে।
ভ্লাদিমির পুতিন বলেন, নির্বাচনে অনলাইন ভোট গ্রহণ আমরা বাতিল করতে পারি। তবে আধুনিক বিশ্বে এটি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তথ্য-প্রযুক্তিগত দিক থেকে আমাদের আরও এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আর তাই অনলাইন ভোট গ্রহণ বন্ধ করা যাবে না। তবে সবাই যেন সমান সুযোগ পান সেটি নিশ্চিত করা হবে। যুক্তরাষ্ট্রের মতো পোস্টাল ভোটগ্রহণ আমরা করবো না।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সোমবারের ফলাফল অনুযায়ী, পুতিনের দল ইউনাইটেড রাশিয়া বড় ধরনের জয় পায়। ৪৫০টি আসনের মধ্যে পুতিনের দল পেয়েছে ৩২৪টি। আর দ্বিতীয় বৃহত্তম দল কমিউনিস্ট পার্টি পেয়েছে ৫৭টি আসন।