খারকিভে রুশ বাহিনীর হামলায় নিহত ৪

খারকিভে রুশ বাহিনীর হামলায় নিহত ৪
খারকিভে রুশ বাহিনীর হামলায় নিহত ৪ -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের খারকিভ শহরের পাশে একটি আবাসিক ভবনে রুশ বাহিনীর গোলাবর্ষণে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস (এসইএস)। 

বুধবার রাতে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব স্লোবোঝানস্ক গ্রামে এই গোলাবর্ষণ করে রাশিয়া। খবর বিবিসির।

এ ঘটনায় গুরুতর আহত পাঁচ বছর বয়সি এক মেয়েশিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসইএস জানিয়েছে, উদ্ধারকারীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধারে অভিযান চালাবে। এ ছাড়া খারকিভের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শপিংমলে রুশ বাহিনীর বোমা হামলায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom