তাওহীদ হৃদয় মোহামেডানের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ

তাওহীদ হৃদয় মোহামেডানের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ঢাকা মহানগরী লিগের টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক, বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, তাওহীদ হৃদয় ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন। লিগের টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নাজমুল আবেদীন ফাহিম তাওহীদ হৃদয়ের শাস্তি কমানোর সিদ্ধান্তটি পর্যালোচনা করেন এবং বিকেলে বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘শাস্তি মওকুফের সিদ্ধান্তটি বাতিল করে আগের মতো দুই ম্যাচ নিষেধাজ্ঞাই বহাল থাকছে। আমরা মনে করি, তাওহীদ হৃদয়ের শাস্তি মওকুফের সিদ্ধান্তে আমরা প্রক্রিয়ার বাইরে চলে গিয়েছিলাম। সেটি অভ্যন্তরীণভাবে খেলার বাইলজ পরিবর্তনের মাধ্যমে নেওয়া হয়েছিল, অথচ সে এখতিয়ার টেকনিক্যাল কমিটির ছিল না। আমাদের উচিত ছিল পূর্ববর্তী বাইলজ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা।’

ফাহিম আরও বলেন, ‘পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। পরে এক ম্যাচ শেষে তাকে ফের মাঠে নামার অনুমতি দেওয়া হয়, যা আমরা এখন আর ফিরিয়ে আনতে পারি না। সেটিকে আমরা বৈধ হিসেবেই বিবেচনা করছি। তবে সাম্প্রতিক পরিবর্তিত বাইলজটি অকার্যকর ঘোষণা করা হবে এবং আগের নিয়ম বলবৎ থাকবে। সেই ধারাবাহিকতায় হৃদয় পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাবেন না।’

গত ১২ এপ্রিল মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মোহামেডান অধিনায়ক হৃদয়কে। তার নামের পাশে যোগ হয় ৪টি ডিমেরিট পয়েন্ট, সঙ্গে করা হয় ৮০ হাজার টাকা জরিমানা। এরপরও হৃদয় ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব।’ তার এমন মন্তব্যের পর শাস্তি বাড়িয়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এক ম্যাচ পরেই গত ২০ এপ্রিল বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নামানো হয় হৃদয়কে। অথচ সেই ম্যাচে তার মাঠের বাইরে থাকার কথা ছিল। জানা যায়, হৃদয়ের শাস্তি কমানোর জন্য মোহামেডান সিসিডিএমে আবেদন করলেও টেকনিক্যাল কমিটি সাড়া দেয়নি। পরে আম্পায়ার্স কমিটি হৃদয়ের শাস্তি কমায়, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। কারণ, এই সিদ্ধান্তের এখতিয়ার আম্পায়ার্স কমিটির নেই।

এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে বিসিবি। বাধ্য হয়ে গতকাল বুধবার আম্পায়ার্স কমিটির সভা হয়। এরপর জানা যায়, হৃদয়কে আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হতে পারে। এই ঘটনার জেরেই সিসিডিএমের টেকনিক্যাল কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মণি। তার জায়গায় এখন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম টেকনিক্যাল কমিটির আহ্বায়কের দায়িত্ব নেন। 

ফাহিম বলেন, ‘এই সিদ্ধান্তে আমাদের দায় রয়েছে। কেউ হয়তো আমাদের অনুরোধ করেছে, কেউ চাপও সৃষ্টি করেছে। কিন্তু আমাদের কাজ সেই চাপ সামাল দিয়ে সঠিক নিয়ম অনুসরণ করা। খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্লাব সব পর্যায়ে বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর করতে হবে। ক্রিকেটে নিয়ম মানা গুরুত্বপূর্ণ, এবং তা যেন সর্বত্র কঠোরভাবে পালিত হয়।’

ডিপিএলের সুপার লিগে মোহামেডানের ম্যাচ বাকি আর দুটি, যার প্রথমটি ২৬ এপ্রিল মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। এই ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। শেষ ম্যাচে ২৯ এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচে ফিরবেন তিনি।