প্যান্টের পকেটে কীসের বোতল লুকালেন সালমান

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নেন বলিউড সুপারস্টার সালমান খান

 প্যান্টের পকেটে কীসের বোতল লুকালেন সালমান
 প্যান্টের পকেটে কীসের বোতল লুকালেন সালমান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নেন বলিউড সুপারস্টার সালমান খান। বিলাসবহুল গাড়ি থেকে তাকে নামতে দেখেই ছবি তুলতে ভিড় করেন পাপারাজ্জিরা। এসময় খুব সহজ ভঙ্গিতে একটি কাচের বোতল জিনসের পকেটে ঢুকিয়ে রাখেন সালমান। যেন কারও চোখে না পড়ে। এমনকি হাত দিয়েও আড়াল করার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টাই বৃথা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা যায়, সালমানের বোতলে ছিল পানির মতো এক ধরনের স্বচ্ছ তরল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, শনিবার প্রযোজক মুরাদ খেতানির পার্টিতে গিয়েছিলেন সালমান। গাড়ি থেকে নামার সময় হাতে থাকা একটি কাচের বোতল পকেটে ঢুকিয়ে রাখেন এ অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে অনুরাগীদের মনে প্রশ্ন জাগে- বোতলে আসলে ওটা কী, পানি নাকি অন্য কিছু?

অনেকে জিনসের পকেটে তার বোতল রাখার ভঙ্গি নিয়েও রসিকতা করছেন। আবার কেউ কেউ বলছেন, এক দশক আগে দাবাং ছবির মাধ্যমে শার্টের পেছনে সানগ্লাস রাখা ট্রেন্ড চালু করেছিলেন সালমান। এবার কি তবে পকেটে বোতল রাখার ট্রেন্ড?

খুব শিগগির ‘কিসি কি ভাই...কিসি কি জান’ ছবিতে দেখা যাবে এ বলিউড সুপারস্টারকে। কিছুদিন আগেও এ ছবির নাম ছিল ‘কভি ঈদ কভি দিওয়ালি’। গুঞ্জন, জ্যোতিষ শাস্ত্র মেনে ছবির নাম পরিবর্তন করেন সালমান। এই নামই নাকি বক্স অফিসে সাফল্য এনে দেবে।

বলিউডের খরা যেন কাটতে চাইছে না। সালমানে শেষ দুটি ছবিও বক্স অফিসে বিশেষ আয় করেনি। এমন পরিস্থিতিতে আটঘাট বেঁধে ময়দানে নামছেন অভিনেতা।