দেশে একটি মাফিয়াতন্ত্র চলছে: জোনায়েদ সাকি
শুক্রবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির পাড়ে জেলা পরিষদ মার্কেটের সামনে আয়োজিত গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, চট্টগ্রাম: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান বাংলাদেশে একটি মাফিয়াতন্ত্র চলছে। আমাদের সংবিধান সাধারণ মানুষের ন্যূনতম অধিকার রক্ষা করার মতো অবস্থায় নেই। সরকার সংবিধানকে পুঁজি করে লুটপাট, দখলসহ মানুষের অধিকার কেড়ে নিতে প্রতিনিয়ত অপচেষ্টা চালাচ্ছে। স্বৈরাচারী অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে না পারলে বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি হবে না। শুক্রবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির পাড়ে জেলা পরিষদ মার্কেটের সামনে আয়োজিত গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার আহ্বায়ক হাসান মারুফ রুমির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নেতা অধ্যাপক আমির উদ্দীন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. অপূর্ব নাথ, জেলা কমিটির অন্যতম সদস্য ও শ্রমিক নেতা মির্জা আবুল বশর, অ্যাডভোকেট ফাহিম শরীফ খান, নাসির জোশি, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা শহিদ শিমুল, গণসংহতি আন্দোলনের নেতা মোজাফফর আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি আরও বলেন, বাংলাদেশের সব প্রতিষ্ঠান আওয়ামী শাসকগোষ্ঠী নিজেদের পকেটে নিয়ে রেখেছে। প্রশাসন ও আমলাতন্ত্রকে দুর্নীতির সুযোগ দিয়ে নিজেদের পকেটে পুরে সরকারি লোকজন জুলুম-নির্যাতন, লুটপাট, অর্থপাচার সবকিছু অনায়াসে করছে। যারা এসবের বিরুদ্ধে কথা বলছে, তাদের নানাভাবে হুমকি-ধামকি, মামলা ও রাষ্ট্রীয় বাহিনী দ্বারা নির্যাতন করা হচ্ছে। সম্মেলনে হাসান মারুফ রুমীকে সমন্বয়কারী ও ফরহাদ জামান জনিকে নির্বাহী সমন্বয়কারী করে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: