গুম-খুন, হামলা-মামলা করে সরকারের শেষ রক্ষা হবে না: টুকু
জনগণ সরকারের সকল কু-কর্ম ও নিষ্ঠুর শাসন অবসানে ঐক্যবদ্ধ হচ্ছে
প্রথম নিউজ, টাঙ্গাইল: গুম-খুন, হামলা-মামলা করে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুশিয়াঁরি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।
আজ শনিবার ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনে টাঙ্গাইলে কারা নির্যাতিত দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা,বস্র ও খাবর বিতরণের সময়ে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, গণবিরোধী সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন করে যাচ্ছে। দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে। আজ্ঞাবাহী প্রশাসন যন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতাসীন গোষ্ঠী দেশে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলেছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। চলতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে স্বৈরচারী সরকারের পতন ঘটানো হবে।
তিনি বলেন, অপকর্মের মাধ্যমে জনগণকে ভয়ভীতি দেখিয়ে কোন লাভ হবে না। জনগণ এখন সরকারের সকল কু-কর্ম ও নিষ্ঠুর শাসন অবসানে ঐক্যবদ্ধ হচ্ছে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদেরও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।