এলজিআরডি মন্ত্রীর অপসারণ দাবীতে কুমিল্লায় তরিকত ফেডারেশনের সড়ক অবরোধ
এ সময়ে মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিমি যানজট সৃষ্টি হয়েছে।
প্রথম নিউজ, কুমিল্লা: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ দাবীতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বাংলাদেশ তরিকত ফেডারশেন। ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিমি যানজট সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় তরিকত ফেডারশেনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা হন তারা।
বাংলাদেশ তরীকত ফেডারেশনের কুমিল্লা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ জানান, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী বাহিনী এবং লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে তরিকত ফেডারশেনের মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘দোগাইয়া আশরাফিয়া ইসলামীয়া সুন্নীয়া সিনিয়র মাদরাসা’ ধ্বংসের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এতে তিনি মন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রী ও ইউএনওর অপসারণ দাবী জানাচ্ছি। অন্যথায় তরিকত ফেডারশেন জনগণকে সঙ্গে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষাণা করবে। এতে যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, অবরোধ সরিয়ে নিয়েছে নেতাকর্মীরা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: