রোহিঙ্গাদের নিয়ে কিছু এনজিও ও কুচক্রী মহল ব্যবসা করছে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র-মাদকপাচার রোধে প্রয়োজনে গুলি ছুড়বো

রোহিঙ্গাদের নিয়ে কিছু এনজিও ও কুচক্রী মহল ব্যবসা করছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

প্রথম নিউজ, সিলেট: মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে প্রয়োজনে গুলি করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

আজ মঙ্গলবার সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের প্রদান করা এম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন- রোহিঙ্গাদের নিয়ে কিছু এনজিও ও কুচক্রী মহল ব্যবসা করছে। তারা রোহিঙ্গাদের মিয়ানমার যেতে বাঁধা দিচ্ছে। কারণ- রোহিঙ্গা রাখাইনে চলে গেলে ওই সব কুচক্রী মহলের ব্যবসা বন্ধ হয়ে যাবে।

মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ চাইছিলেন সবাইকে রাখাইনে নিয়ে যেতে। কিন্তু তাকেও ওই ষড়যন্ত্রকারীরা হত্যা করে ফেলেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom