সরকার দেশটাকে তছনছ করে দিয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়
আওয়ামী সরকার দেশটাকে তছনছ করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী সরকার দেশটাকে তছনছ করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই মুহূর্তে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হওয়া আমাদের জন্য দুঃখজনক। কেননা তার মাধ্যমেই আমরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দলকে উজ্জীবিত করছি। সরকার গত বছরও করোনা নিয়ে দুর্নীতি ও রাজনীতি করছে। এই সরকার দেশটাকে তছনছ করে দিয়েছে। যখন আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য জনগণ রাস্তায় নেমেছে তখন সরকার একটি প্রজ্ঞাপন জারি করে দিয়েছি। যাতে রাজনৈতিক দলগুলো আর আন্দোলন করতে না পারে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন চলছে কিন্তু নির্বাচন কমিশন সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। বাজার খোলা, বাণিজ্য মেলা খোলা শুধু সভা-সমাবেশ বন্ধ। এই করোনা মহামারী সময় আমরা জনগণের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সহায়তার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ দেশে নৈরাজ্য চালিয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একদিকে সরকারের দমন-পীড়ন নির্যাতন আরেকদিকে মহামারী করোনা এরই মধ্যে আমাদের মহাসচিব দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন কিন্তু তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা মহাসচিব এবং তাঁর স্ত্রীরসহ সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।
মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী যুবদলের সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ওলামা দলের সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: