দিনাজপুরে ঘরে ঝুলছিল কনস্টেবলের মরদেহ

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন কনস্টেবল আতাউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুরে ঘরে ঝুলছিল কনস্টেবলের মরদেহ

প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুর সদরে আতাউর রহমান নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার শেখপুরা মহল্লায় তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আতাউর রহমান দিনাজপুর সদরের শেখপুরা মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের ছেলে। তিনি ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোতালেব বলেন, শুক্রবার বিকেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কনস্টেবল আতাউর রহমানের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রংপুরে বদলি জনিত কারণে ছুটিতে ছিলেন কনস্টেবল আতাউর রহমান। রোববার তার কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু এর আগেই তিনি গলায় ফাঁস দিয়েছেন। এখনো তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রায় ছয় মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে কিছুটা মানসিক বিপর্যস্ত ছিলেন তিনি।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন কনস্টেবল আতাউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।