তারাবির নামাজ শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

চট্টগ্রামের ফটিকছড়িতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় মাসুদুর রহমান (৪১) নামে এক যুবক নিহত হয়েছেন

তারাবির নামাজ শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় যুবক খুন
তারাবির নামাজ শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়িতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় মাসুদুর রহমান (৪১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৫ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে এ ঘটনা ঘটে। মাসুদুর ওই ইউনিয়নের ফুলছড়ি গ্রামের বাসিন্দা।


এ ঘটনায় মাসুদুরের ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মো. শামীম ও দেলোয়ার হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানায়, শনিবার রাতে বালুটিলা মসজিদ থেকে তারাবির নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মাসুদুর। বালুটিলা বাজারে তার গাড়ি গতিরোধ করে অভিযুক্তরা। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী ঢাকা পোস্টকে বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: