টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া মির্জা!

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা গ্র্যান্ডস্লাম থেকে অবসর নিয়েছেন আগেই

টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া মির্জা!
টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া মির্জা!

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা গ্র্যান্ডস্লাম থেকে অবসর নিয়েছেন আগেই। এ মাসেই দুবাই ওপেন খেলে টেনিস থেকে অবসর নেবেন। তবে খেলা থেকে অবসর নিচ্ছেন না তিনি। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) নারী দলের ক্রিকেট পরামর্শদাতা হিসাবে যোগ দিতে চলেছেন তিনি। আরসিবির তরফে এ খবর জানা গেছে। 

আরসিবি টিভিতে বলেছেন, প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। তবে এখন বেশ উত্তেজিত। আমি ছোট মেয়েদের বোঝাতে চাই যে, খেলাধুলাকে পেশা হিসাবে বেছে নেওয়া যায়। আগামী প্রজন্মকে নিজেদের ওপর বিশ্বাস করতে শেখাব এবং বলব— সামনে যত বাধাই আসুক না কেন, তা পেরিয়ে নিজের স্বপ্নপূরণ করা যায়।

তার কথায়, ছোট মেয়েদের সঙ্গে সবার আগে মানসিক ব্যাপারে কথা বলতে চাই। দীর্ঘ ২০ বছর টেনিস খেলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আশা করি তাই দিয়ে ওদের মানসিকভাবে চাঙ্গা করে তুলতে পারব এবং আত্মবিশ্বাস তৈরি করতে পারব। একা মেয়ে হিসাবে এতদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলতে গিয়ে একাকীত্ব তৈরি হয়েছে। তার থেকেও বেশি ছিল প্রত্যাশার চাপ। সেই ব্যাপারগুলো কীভাবে সামলাতে হয় সেটি শেখাতে চাই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: