ক্যাটরিনার আবদার মেটাতেই ফতুর ভিকি!
বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে অবশেষে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
প্রথম নিউজ, ডেস্ক : বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে অবশেষে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাদের প্রেম নিয়ে বলিপাড়ায় ফিসফাস থাকলেও বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই।
বয়সের পার্থক্য তাদের প্রেমে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। তবে দুই তারকার ভিন্ন আর্থিক পরিস্থিতি কি চিড় ধরাচ্ছে তাদের সম্পর্কে?
সম্প্রতি এক অনুষ্ঠানে ভিকির কথায় এমন আশঙ্কা অনুরাগীদের।
বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ‘জ়ারা হাটকে জ়ারা বাঁচকে’ ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ভিকিকে প্রশ্ন করা হয়, ক্যাটরিনার সঙ্গে কোন বিষয় নিয়ে সব থেকে বেশি কথা কাটাকাটি হয় তার?
প্রশ্নের উত্তরে ভিকি বলেন, ‘আমাদের মধ্যে বাড়ির আসবাব নিয়ে বেশ তর্ক হয়। কিছু দিন আগে ম্যাডাম একটি আসবাব কেনার কথা বলছিলেন। আমাদের বাড়ির একটা অংশ ওই আসবাব দিয়ে সাজাতে চান তিনি। আমাকে ছবি পাঠিয়ে বলেছেন যে, এটা কেনার কথা ভাবছেন। তার দাম দেখে আমার মাথা ঘুরে গেছে! আমি তো ভাবছি যে, এর থেকে আমি বোতল-গ্লাস ধরে দাঁড়িয়ে পড়ব। কিন্তু এই আসবাব তো আমার বাড়িতে কোনোভাবেই আসবে না।’
ভিকির কথায়, ‘ভীষণ দামি ছিল ওই আসবাব। কোনো সিনেমার চুক্তি সই করলে আমি যত টাকা পাই ঠিক সে রকম দাম ওই আসবাবের!’
ভিকির কথায় মনে হচ্ছে ক্যাটরিনার আবদার মেটাতেই ফতুর হয়ে যাচ্ছেন তিনি।