১০ বছরের সম্পর্কের পরিণতি দিলেন তুরস্কের প্রথম নোবেল জয়ী

১০ বছরের সম্পর্কের পরিণতি দিলেন তুরস্কের প্রথম নোবেল জয়ী
বিশিষ্ট ঔপন্যাসিক ও তুরস্কের প্রথম নোবেল জয়ী ওরহান পামুক ৬৯ বছর বয়সে বিয়ে করেছেন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বিশিষ্ট ঔপন্যাসিক ও তুরস্কের প্রথম নোবেল জয়ী ওরহান পামুক ৬৯ বছর বয়সে বিয়ে করেছেন। প্রায় ১০ বছর প্রেম করার পর লেখক আস আকইয়াভাসকে বিয়ে করেছেন তিনি।

এর আগে করোনা মহামারির কারণে তাদের পরিবারের শুধু ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই দম্পতির অনানুষ্ঠানিক বিয়ে হয়েছিল।

৬৯ বছর বয়সি পামুকের এটি দ্বিতীয় বিয়ে। তিনি আয়লিন তুরেগুনকে প্রথম বিয়ে করেছিলেন ১৯৮২ সালে এবং একটি কন্যা সন্তানও আছে। পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয় ২০০১ সালে।

এদিকে ৪৭ বছর বয়সি আকিয়াভাস তুরস্কের স্বাস্থ্য পর্যটনকে প্রাতিষ্ঠানিক করার প্রচেষ্টার জন্য পরিচিত। তিনি ইস্তাম্বুলের বোগাজিসি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন এবং ২০০২ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একটি মার্কেটিং সার্টিফিকেট প্রোগ্রাম সম্পন্ন করেন।

এই লেখকের বিভিন্ন বইগুলো ৬০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বব্যাপী এগুলোর ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে।

সূত্র: দি হুরিয়াত

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom