আবারও সিনেমা পরিচালনায় রোজিনা

আবারও সিনেমা পরিচালনায় রোজিনা
আবারও সিনেমা পরিচালনায় রোজিনা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দর্শকনন্দিত চিত্রনায়িকা হিসেবেই পরিচিত রোজিনা। তবে সিনেমায় অভিনয় নিয়মিত না করলেও বেশ কিছু নাটক পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা দিয়ে গত বছর ‘ফিরে দেখা’নামে একটি সিনেমা নির্মাণ করেন। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় আছে। ঠিক এ অবস্থায় আবারো নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ঈদের পর। তার কিছুদিন পরেই এটির শুটিংও শুরু করার ইচ্ছা আছে তার। 

এ প্রসঙ্গে রোজিনা বলেন, নাটক তো অনেকগুলোই বানিয়েছি। কিন্তু সিনেমা নির্মাণ নিয়ে এক ধরনের ভীতি ছিল মনে। প্রথম সিনেমাটি নির্মাণের পর সেই ভীতি কেটে গেছে। আশা করছি সব কিছু ঠিক থাকলে নিয়মিতই সিনেমা পরিচালনা করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আগামীর সময়গুলো অতিক্রম করতে পারি।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই চিত্রনায়িকা। এদিকে তার জন্মস্থান রাজবাড়ী জেলার গোয়ালন্দে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন তিনি। যেটি গত ১ মার্চ উন্মুক্ত হয়েছে সবার জন্য।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom