ঢাবির হল থেকে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আজীবন বহিষ্কার

সোমবার বিকেলে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

ঢাবির হল থেকে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আজীবন বহিষ্কার
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল প্রাঙ্গণে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের মাসফি-উর-রহমান, অপরাধবিজ্ঞান বিভাগের সফিউল্লাহ সুমন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের নাঈমুর রশিদ, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের সাব্বির আল হাসান কাইয়ুম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের দ্বিতীয় বর্ষের মোহাম্মদ ফিরোজ আলম অপি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ আল মারুফ।

সোমবার বিকেলে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বহিষ্কৃতরা সবাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মী এবং বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি সজীবুর রহমান সজীবের অনুসারী হিসেবে পরিচিত। এর আগে ২৬ মার্চ তাদের হামলায় হলের দুই শিক্ষার্থী আহত হন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom