আজ রোজি আফসারীর জন্মদিন

রোজির জন্মদিনে যা বললেন তার স্বামী মালেক আফসারী

আজ রোজি  আফসারীর জন্মদিন
আজ রোজি আফসারীর জন্মদিন- প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার প্রখ্যাত অভিনেত্রী রোজি আফসারী। আজ তার ৭৬তম জন্মদিন। ১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। বরেণ্য এই অভিনেত্রী ১৯৬২ সালে অভিনয় শুরু করেন। ২০০৫ সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়।

সবমিলিয়ে প্রায় ৩৭ বছরের অভিনয় জীবন তার। পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা ও নানা স্বীকৃতি।

রোজির স্বামী দেশের নামকরা চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী। আজ অভিনেত্রীর জন্মদিনে মালেক আফসারী সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন রোজী। যেখানেই থাকো ভালো থাকো।’

১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ ছবি দিয়ে শুরু হয় তার সিনেমায় কাজ করা। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ চলচ্চিত্রে অভিনয় করে। প্রায় ৪ দশকের অভিনয় জীবনে তিনি প্রায় ৩৫০টি ছবিতে অভিনয় করেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগে হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু ছবিও আছে।

রোজি আফসারী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে সূর্য গ্রহণ, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেওয়া, তিতাস একটি নদীর নাম।

অভিনেত্রী রোজি আফসারীর জন্মদিন উপলক্ষে ২০১৯ সালে গুগল ডুডল প্রকাশ করেছিল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom